Welcome to our School
⚠️ সভাপতির বাণী পাওয়া যায়নি।
About our School
প্রধান শিক্ষকের বাণীঃ বাগডোব উচ্চ বিদ্যালয়টি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ইউনিয়নের দিয় এবং জেলউপজেলার ডইউনিয়নের খগ্রামের যৌথ নামে যৌথ প্রচেষ্টায় ১৯৯9 খ্রিষ্টাব্দে আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করার মানসে গ্রামেরনামক মাঠে স্থাপিত হয়। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েব সাইট। এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কমর্চারিগণকে উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদন্তে- বাগডোব উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম,নাটোর।আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে
বিদ্যালয় স্কাউট
এস.এস.সি কর্নার
জে.এস.সি কর্নার



















